খালেদার কারাদন্ড হওয়ায় টাঙ্গাইলে আ‘লীগের আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৬ পিএম, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০১৮ | ৭৪৬

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৫ বছরের সশ্রম কারাদণ্ড হওয়ায় আনন্দ মিছিল করেছে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন।

৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে আদালতে রায় ঘোষণার পর এ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের নিরালা মোড়স্থ শহীদ মিনার প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এসময় টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফউজ্জামান স্মৃতি, নাহার আহমদ, সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল পৌর সভার মেয়র জামিলুর রহমান মিরন, সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট খোরশেদ আলম, শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক আলমগীরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।