ঘাটাইলে একরাতে ১১টি গরু চুরি

ঘাটাইল প্রতিনিধি
প্রকাশিত: ০৫:০৯ পিএম, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০১৮ | ৪৫৭
টাঙ্গাইলের ঘাটাইল থানার সংগ্রামপুর গ্রামে একরাতে এগারোটি গরু চুরির ঘটনা ঘটেছে ৷ গত ৫ ফেব্রুয়ারি (সোমবার) রাত অানুমানিক ১টার সময় এই ঘটনা ঘটে ৷
চুরিকৃত গরুর মালিক সংগ্রামপুর গ্রামের নরুল ইসলাম (নুরু) এবং শাজাহান ৷
 
প্রতক্ষ্যদর্শীদের কাছে জানাযায়, প্রতিদিনের ন্যায় গত রাত্রেও গরুগুলো গোয়াল ঘরে বেধে রেখে সবাই ঘুমিয়ে পড়ে ৷
 
রাত ১টার সময় নুরুল ইসলামের ছেলে জুয়েল ঘুম থেকে জেগে বাহিরে যায় এবং সে ছোট একটি বাছুরকে বাহিরে দেখতে পেয়ে তার বাবা মা কে ডেকে নিয়ে গোয়াল ঘরে ঢুকে দেখতে পায় ৯টি গরু নাই ৷
 
তখন ডাকাডাকি শুরু করলে আসে পাশের লোকজন দৌড়ে আসে ৷ তারপর পাশের বাড়ির শাজাহান মিয়ার বাড়িতে দেখা যায় গোয়াল ঘরের তালা ভেঙ্গে সেখান থেকে ২টি গরু নিয়ে গেছে ৷
 
গরু গুলো চুরি হওয়ায় দুপরিবারেই বিপুল পরিমান ক্ষতির সম্মুখীন হয়েছে ৷
 
এদিকে একরাতে এগারোটি গরু চুরি হওয়ায় এলাকায় ব্যাপক অালোড়ন সৃষ্টি হয়েছে ৷ সকলেই গরু চুরির শংকায় রয়েছেন ৷