মির্জাপুরে ফজলুর রহমান খান ফারুক ফুটবল টুর্নামেন্টে কালিয়াকৈর চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:০০ পিএম, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩ | ৬০৮

টাঙ্গাইলের মির্জাপুরে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে কালিয়াকৈরের উত্তর হিজলতলী একতা স্পোর্টিং ক্লাব ১-০ গোলে মির্জাপুরের বাইমাইল শাপলা যুব সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

শুক্রবার বিকেল ৪টায় উপজেলার গোড়াই খামারপাড়া জমিদারবাড়ি মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলা শেষে স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে শিরোপা তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সভাপতি টাঙ্গাইল জেলা রেফারি সমিতির ভাইস চেয়ারম্যান ওমর আলী খান পন্নী, খেলার উদ্বোধক মীর লুৎফর রহমান লাবু, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোজাহিদুল ইসলাম মনির, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ, গোড়াই ইউনিয়ন আওয়ামী লীগ (পূর্ব) সভাপতি আশরাফ খান, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন ভুইয়া ঠান্ডু, শওকত হোসেন ফালু, মাহাবুবুল আলম খান বিল্টু, মীর টিপু সুলতান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মীর আসিফ অনিক প্রমুখ।

গোড়াই খামারপাড়াবাসী আয়োজিত মাসব্যাপি এই ফুটবল টুর্ণামেন্টে ১২ টি দল অংশগ্রহন করে। বৃষ্টি উপেক্ষা করে খেলায় বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিল।