কালীগঞ্জে শিশুর মস্তকবিহীন জন্ম
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় একটি কন্যা সন্তান মাথা বিহীন জন্ম গ্রহন করে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে খবর ছড়িয়ে পরলে তা দেখতে লোকজন ভীড় জমায়।
শিশুটি জন্ম গ্রহন করেছে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার মদাতি ইউনিয়নের ইউনিয়নের মৌজাশাখাতী মঙ্গলেররডাঙ্গা নামক গ্রামে শিশুটি জন্ম গ্রহন করেছে।মোঃ সফিকুল ইসলাম(২৯)তাহার স্ত্রী মোছাঃ বিউটি বেগম(২৫),এই সন্তানটি আজ দুপুর ১টার সময় জন্ম গ্রহন করেন।
সফিকুলের বাড়িতে মাথা বিহীন সন্তানের জন্ম গ্রহন করে।এ খবর ছড়িয়ে পরলে এলাকার উৎসুক জনতা সন্তানটিকে এক নজর দেখার জন্য ওই বাড়িতে ভীর জমাচ্ছে।ফলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এলাকাসির দবিয়ার রহমান, সহ আরো অনেকে জানান এরকম ঘটনা এলাকায় প্রথম ঘটেছে,সফিকুলের মাথা বিহীন সন্তান এবং সন্তানের মা সহ দুজনেই সুস্থ্য আছেন।
