টাঙ্গাইলে দেশীয় অস্ত্র সহ যুবক গ্রেফতার

টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানা পাথরাইল এলাকা থেকে বৃহস্প্রতিবার (০১ ফেব্রুয়ারী) রাতে দেশীয় অস্ত্র সহ মোঃ মাজেদুল ইসলামকে (২০) গ্রেফতার করেছে র্যাব।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-৩ টাঙ্গাইল কোম্পানীর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ রবিউল ইসলামের নেতৃত্বে একটি দল দেলদুয়ার থানার পাথরাইল বটতলা চৌরাস্তা হতে করটিয়া গামী পাকা রাস্তার মাঝখানে পাথরাইল সূত্রধর কালিমন্দিরের সামনে এ অভিযান চালানো হয়।
এসময় তার কাছ থেকে দেশীয় অস্ত্র ০১ টি রামদা ও ০২ টি ছোড়া উদ্দার করা হয়।
আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে র্যাব জানতে পারে সে দীর্ঘদিন ধরে টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানা এলাকা সহ আশপাশ এলাকায় ডাকাতি, ছিনতাই, খুন ইত্যাদি ছাড়াও বিভিন্ন প্রকার অপরাধমূলক কর্মকান্ড করে আসছে।
সে এলাকায় অজ্ঞাতনামা পলাতক আসামীগণ সহ পরস্পর যোগসাজসে অবৈধভাবে আধিপত্য বিস্তার, সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনার মাধ্যমে চাঁদাবাজি, ছিনতাই ও লোকজনকে ভয় ভীতি, হুমকি সহ বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ডে দেশী অস্ত্র ব্যবহার করে থাকে
অবৈধভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিজ হেফাজতে রাখার অপরাধে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পুলিশ পরিদর্শক মোঃ সবুজ মিয়া, র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল বাদী হয়ে ১৮৭৮ সনের অস্ত্র আইনে দেলদুয়ার থানায় ০১ টি মামলা দায়ের করে।