বিএনপি ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হবে না: সিইসি

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৩:৫৫ পিএম, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০১৮ | ৪৫৯

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা প্রশ্ন রেখে বলেছেন, বিএনপি ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হয় কি করে? এটা আমরা আগেও বলেছি, এখনো বলছি- বিএনপি ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হবে না।

আগারগাঁওস্থ নির্বাচন ভবনে শুক্রবার দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

এরআগে বেলা সোয়া ১১টার দিকে আগারগাঁওস্থ নির্বাচন ভবনে ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদের কাছ থেকে রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মো. আবদুল হামিদ। তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ।