পুনরায় চালু হচ্ছে ঢাকা ষ্টীল

সালমান মাহমুদ,গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৪৪ পিএম, বুধবার, ৩১ জানুয়ারী ২০১৮ | ১২৮৬

১৯৯৩ সালে তৎকালীন সরকার কর্তৃক বন্ধকৃত রাষ্ট্রীয় মালিকানাধীন এম এস রড উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান ঢাকা ষ্টীল ওয়ার্কস লিমিটেড এর উৎপাদন কাজ পুনরায় চালু করা হচ্ছে। বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী শিল্প মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন গাজীপুরস্থ টঙ্গীতে অবস্থিত কারখানাটি চালুকরনের কাজ করছে।

স্বাধীনতার পূর্বে ঢাকা ষ্টীল ওয়ার্কস লিমিটেড ব্যক্তি মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠান হিসাবে চালু ছিল। স্বাধীনতার পর প্রতিষ্ঠানটি জাতীয়করাণ করা হয় এবং মহামান্য রাষ্ট্রপতির আদেশ নং- পিও ২৭/৭২ বলে সেটি পরিচালনার দায়িত্ব বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন এর উপর ন্যস্ত করা হয়।

চালু অবস্থায় প্রতিষ্ঠানটির তিনটি ইউনিট ছিল- ঢাকা ষ্টীল ওয়ার্কস লিমিটেড (৭৬-৭৮, টঙ্গী শিল্প এলাকা, টঙ্গী, গাজীপুর), প্রান্তিক ট্রেডার্স (৩৪৩-৩৪৪, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা), কোয়ালিটি আয়রন এন্ড ষ্টীল কোম্পানি (২৭৯, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা)। ইউনিট সমূহে যথাক্রমে এম এস রড ও এঙ্গেল, এনামেলের তৈজসপত্র এবং সিআই (কাষ্ট আয়রন) প্রডাক্ট তৈরী হতো।

বর্তমানে সল্প পরিসরে ঢাকা ষ্টীল ওয়ার্কস লিমিটেড (৭৬-৭৮, টঙ্গী শিল্প এলাকা, টঙ্গী, গাজীপুর)এর চারটি মিলের মাঝে শুধুমাত্র ম্যানুয়াল রি-রোলিং মিলে উৎপাদন শুরু করা হচ্ছে। প্রাথমিকভাবে শুধুমাত্র এম এস রড, এঙ্গেল এবং স্কয়ার বার তৈরির লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করা হচ্ছে।

শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন এর পরিচালক (বাণিজ্যিক) জনাব কোংখাম নীলমণি সিংহ কে চেয়ারম্যান করে গঠিত ঢাকা ষ্টীল ওয়ার্কস লিমিটেড এর কোম্পানী বোর্ড উক্ত চালুকরণ কাজ তদারকি করছে। বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন এর অপর প্রতিষ্ঠান ন্যাশনাল টিউবস এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো; সাইদুর রহমান অতিরিক্ত দায়িত্ব হিসাবে ঢাকা ষ্টীল ওয়ার্কস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে কর্মরত আছেন।

ঢাকা ষ্টীল ওয়ার্কস লিমিটেড এর কোম্পানী বোর্ডের সচিব জনাব সঞ্জয় কুমার দত্ত এর সাথে কথা বলে জানা যায় যে, ইতোমধ্যে কারখানাটিতে উৎপাদন কাজ চালু করার জন্য মেশিনারীজ সমূহ মেরামত করে কার্যোপযোগী করা হয়েছে। আশা করা হচ্ছে স্বল্প সময়ের মাঝেই কারখানাটিতে উৎপাদন কাজ চালু করা যাবে।

প্রতিষ্ঠানটির প্রশাসনিক কর্মকর্তা জনাব মাসুদুল আলমের সাথে কথা বলে জানা যায় যে, দীর্ঘ এক বছরের অক্লান্ত প্রচেষ্টার ফলে কারখানাটিতে উৎপাদন শুরু হচ্ছে। উৎপাদন চালু হলে প্রাথমিক অবস্থায় প্রায় একশত লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে।

কারখানাটির সেমি অটোমেটিক মিলে উৎপাদন চালু হলে আরও প্রায় দুইশত লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।কারখানাটিতে উৎপাদন চালু করার ব্যপারে তিনি সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানান।

কারখানা এলাকা সরেজমিনে পরিদর্শন এক বিশাল কর্মযজ্ঞ দেখা যায়।সকল পুরাতন স্থাপনা, অফিস বিল্ডিং মেরামত এবং সামনের দেয়াল নতুন করে তৈরী করা হচ্ছে দেখা যায়।

বিদ্যমান কর্মমর্তা-কর্মচারী সহ আশেপাশের এলাকায় ঢাকা ষ্টীল ওয়ার্কস লিমিটেড চালু করা উপলক্ষ্যে উৎসবমুখর পরিবেশ দেখা যায়।স্থানীয় প্রতিনিধি সহ আশেপাশের সকল স্তরের এলাকাবাসী এই উদ্যোগের জন্য সরকারের প্রশংসা করেন।