কালিহাতীতে নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের মাঝে বরাদ্দকৃত অর্থের চেক বিতরণ

শুভ্র মজুমদার, কালিহাতী
প্রকাশিত: ০৭:৩০ পিএম, রোববার, ২৬ জুলাই ২০২০ | ৪৭৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বরাদ্দকৃত টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নন-এমপিও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের মাঝে অর্থের চেক বিতরণ করা হয়েছে।

রবিবার (২৬ জুলাই) সকালে উপজেলা কনফারেন্স হল রুমে নন-এমপিও বিভিন্ন স্কুল-কলেজের ১৩৮ জন শিক্ষক ও কর্মচারীদের মাঝে ওই অর্থের চেক বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কম ও উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নিপা প্রমূখ।