মাভাবিপ্রবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ০৫:১০ পিএম, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২ | ৫৭৯
সারাদেশে বিএনপি, জামায়াত-শিবির, ছাত্রদলের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বৃহস্পতিবার সকালে জননেতা আব্দুল মান্নান হলের সামনে থেকে মিছিল শুরু হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সন্তোষ বাজার প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়।

এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা মানিক শীল, রবিউল ইসলাম রবি, হাফিজুল ইসলাম, মেহেদী হাসান খানসহ অন্যান্য নেতা-কর্মীবৃন্দ অংশগ্রহণ করেন।

বিক্ষোভ মিছিল শেষে ছাত্রলীগ নেতা মানিক শীল বলেন, সারাদেশে বিএনপি, জামায়াত-শিবির, ছাত্রদলের নৈরাজ্য ও অপতৎপরতা বাংলাদেশের জনগণ সহজভাবে মেনে নেবে না। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।