ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশন এ

এসএসসি পরীক্ষার প্রবেশ পত্র দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগ!

মধুপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৬:২৬ পিএম, সোমবার, ২৯ জানুয়ারী ২০১৮ | ৪৯৮

টাঙ্গাইলের ধনবাড়ী নওয়াব ইনস্টিটিশন এ ২০১৮ইং সালের এস এস সি পরীক্ষার্থীদের কাছ থেকে প্রবেশ পত্র দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।

জানাগেছে, বরাবরের মতো এবারোও ২০১৮ইং সালের এস এস সি পরীক্ষার্থীদের কাছে ১ হাজার টাকা করে নিয়ে তারা পর প্রবেশ পত্র দিচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েক অভিভাবক ও শিক্ষার্থীরা জানায়, প্রবেশ পত্র বাবদ ১ হাজার ৮ শ ও কারো কাছ থেকে ৬ শ টাকা করেও নিচ্ছে। আমরা দেখতেছি আমাদের ধনবাড়ী উপজেলার অন্য কোন স্কুলে প্রবেশ পত্র দিতে স্যারেরা টাকা নিচ্ছে না। কিন্তু আমাদের এই ধনবাড়ী নওয়াব ইনস্টিটিশন এ টাকা ছাড়া প্রবেশ পত্র দিচ্ছে না।

এর আগেও ২০১৮ইং সালে জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকায় ১০ জানুয়ারী বুধবার ”নওয়াব ইনস্টিটিশন এ অতিরিক্ত ভর্তি পরীক্ষার ফি আদায়ের অভিযোগ! শিরোনামে সংবাদ প্রকাশ হয়েছিল। তার পরও তারা অনিয়ম ছাড়ে নি। এবং স্থানীয় প্রশাসনের কোন মাথা ব্যাথা হয়না।

উপজেলার পাইস্কা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান জানান, আমাদের বিদ্যালয়ে প্রবেশ পত্র দেওয়ার ব্যাপারে কোন প্রকার টাকা নেওয়া হয়নি। এ বিষয়ে জানতে চাইলে প্রবেশ পত্র দিতে ছাত্র ছাত্রীদের কাছ থেকে কোন প্রকার টাকা নেওয়া হয়নি বলে ধনবাড়ী কলেজিয়েট মডেল স্কুলের প্রধান শিক্ষক এস এম মাসুদ কবীর,বি এস বি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরা পারভীন এরা জানান।

নল্যা মমতাজ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.রফিকুল ইসলাম জানান, আমরা এখনও পবেশ পত্র দেওয়া শুরু করিনি । তবে প্রবেশ পত্র দিতে আগেও টাকা নেয়নি এখনও নিব না।

ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশন এর প্রধান শিক্ষক মো: সাইদুল ইসলাম বলেন, আমরা কোচিং এর জন্য টাকা নিচ্ছি। আর ১ হাজার টাকা ধরেছি, কোন কোন অভিভাবকদের অনুধের কারণে ৮শ ও ৬ শ টাকা করে নিচ্ছি।

এ ব্যাপারে ধনবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মতিউর রহমান খান জানান, প্রবেশ পত্র দিতে কোন টাকা নিতে পারবে না যদি নিয়ে থাকে তাহলে ব্যবস্থা নেব।