বাসাইলে জনগণের স্বাস্থ্যসেবা অধিকার বিষয়ে সভা

বাসাইল প্রতিনিধি
প্রকাশিত: ০৬:২৩ পিএম, সোমবার, ২৯ জানুয়ারী ২০১৮ | ৪৩৬

টাঙ্গাইলের বাসাইলে জনগণের স্বাস্থ্যসেবা অধিবার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য সেবাগ্রহীতা ফোরামের উদ্যোগে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য সেবাগ্রহীতা ফোরামের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক শফিকুল ইসলাম খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেফালী খাতুন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহীন পারভীর, মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা খাতুন, ফুলকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবুল, ফোরামের সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম মোস্তফা প্রমুখ।

বক্তারা জনগণের স্বাস্থ্যসেবা বিষয়ে অধিকার, প্রাতিষ্ঠানিক ডেলিভারী বিষয়ে জনগণের মধ্যে সচেতনা বৃদ্ধি, হাসপাতালে গাইনী ডাক্তার ও নরমাল ডেলিভারী বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা, বাল্যবিয়েসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।