দেলদুয়ারে মজলুমের কন্ঠ প্রত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


টাঙ্গাইলের দেলদুয়ারে দৈনিক মজলুমের কন্ঠ পত্রিকার ২৭ পেরিয়ে ২৮ বছরে পর্দাপন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে দেলদুয়ার উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান মারুফ।
এসময় বক্তব্য রাখেন মাদারকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান আসলাম,বাংলাদেশ মানবাধিকার কমিশন দেলদুয়ার উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম খান, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি তরিকুল ইসলাম তাহের।
এ সময় উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক মজলুমের কন্ঠ প্রত্রিকার দেলদুয়ার উপজেলা প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শিপলু।