কক্সবাজারে এবার একসঙ্গে ১১৪১ কনস্টেবলকে বদলি

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০২:২৩ পিএম, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০ | ৫৯০

কক্সবাজার জেলা পুলিশে দেশের ইতিহাসে সবচেয়ে বড় বদলির ঘটনা ঘটলো। গতকাল বৃহস্পতিবারই ছয় জন ওসিসহ ৩৪ পরিদর্শককে (ইন্সপেক্টর) বদলির পর কনস্টেবল পর্যায়েও ব্যাপক বদলির ঘটনা ঘটেছে। এবার একসঙ্গে ১ হাজার ১৪১ জন কনস্টেবলকে বদলি করা হয়েছে। 

এর আগে কক্সবাজারে তিন দফায় জেলার পুলিশ সুপার (এসপি), অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, পরিদর্শকসহ ২৭২ জন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

জেলা পুলিশ সূত্র জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার সদরদপ্তরের এক প্রজ্ঞাপনে জেলা পুলিশের ১ হাজার ১৪১ জন কনস্টেবলকে বদলি করা হয়েছে। তারা বর্তমানে জেলার আটটি থানা, একাধিক পুলিশ ফাঁড়ি, আদালত, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), ট্রাফিক বিভাগে কর্মরত। 

গত ৩১ জুলাই রাতে টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খান। এ ঘটনার পর পুলিশের কর্মকাণ্ড নিয়ে দেশব্যাপী বিরূপ প্রতিক্রিয়া শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে জেলা পুলিশকে ঢেলে সাজাতে একযোগে সব সদস্যকে বদলির সিদ্ধান্ত নেয় পুলিশের সদরদপ্তর। এরই মধ্যে ১ হাজার ৪১৩ জন সদস্যকে অন্যত্র বদলি করা হয়েছে।