টাঙ্গাইলে মজলুমের কণ্ঠের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


টাঙ্গাইল থেকে প্রকাশিত ও বহুল প্রচারিত দৈনিক মজলুমের কণ্ঠের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে মজলুমের কণ্ঠের ২৭ বছর পুর্তি ও ২৮ বর্ষে পর্দাপন উপলক্ষে আলোচনার সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন দৈনিক মজলুমের কণ্ঠের সম্পাদক ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি।
এতে বক্তব্য রাখেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশিদ, জেলা তথ্য অফিসের সহকারি পরিচালক সহকারী পরিচালক তাহলিমা জান্নাত, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হারুন অর রশিদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি খান মোহাম্মদ খালেদ ও আতাউর রহমান আজাদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা।
অনুষ্ঠানে কোরআন থেকে তেলোয়াত করেন সাংবাদিক মাসুম ফেরদৌস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টাঙ্গাইল প্রেসক্লাবের দপ্তর ও পাঠগার সম্পাদক অরণ্য ইমতিয়াজ।
এর আগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দৈনিক মজলুমের কণ্ঠের সম্পাদক জাফর আহমেদের নেতৃত্বে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে এ আনন্দ র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের আলোচনা সভায় মিলিত হয়।