বাসাইলে দৈনিক মজলুমের কন্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


টাঙ্গাইলের স্বনামধন্য ও বহুল প্রচারিত দৈনিক মজলুমের কন্ঠ পত্রিকার ২৭ বছর পেরিয়ে ২৮ বছরে পদার্পণ উপলক্ষে বাসাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর ) বেলা সাড়ে ১১ টায় বাসাইল প্রেসক্লাবে দৈনিক মজলুমের কন্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল, আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা।
পত্রিকাটির বাসাইল উপজেলা প্রতিনিধি রুবেল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন, বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান, বাসাইল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মুসলিম উদ্দিন আহমেদ,বাসাইল ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন,বাসাইল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাসুদ রানা,ঢাকা প্রতিদিনের বাসাইল প্রতিনিধি মিলন ইসলাম,আমার সংবাদের প্রতিনিধি শরিফুজ্জামান সহ প্রমুখ।
এ অনুষ্ঠানে বাসাইলে কর্মরত সকল সাংবাদিক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।