গাছ কাটার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন


টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্রস্থ ঐতিহ্যবাহী শহীদ স্মৃতি পৌর উদ্যানের চারটি প্রাচীন রেন্ডি কড়ই গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে সাধারণ ছাত্র-ছাত্রীর ব্যানারে শহীদ স্মৃতি পৌর উদ্যানে কর্তনকৃত একটি গাছ ঘিরে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচিতে আট দফা দাবি উপস্থাপন করা হয়।
টাঙ্গাইল পৌরসভার মেয়রের কাছে উপস্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে- শহীদ স্মৃতি পৌর উদ্যানকে আগের রূপে ফিরিয়ে আনা, গাছের ডালও না কাটা, নতুন করে বৃক্ষরোপন, গাছের যত্ন ও তদারকির ব্যবস্থা করা, আগতদের বসার ব্যবস্থা করা, অবৈধ দোকান-পাট বসানো বন্ধ করা ইত্যাদি।
মানববন্ধন চলাকালে সাধারণ ছাত্র-ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন- ফাতেমা রহমান বিথী, মিনারুল ইসলাম, কানিজ ফাতেমা মিম, আবিদ হাসান তুষার, আতাউল ইসলাম তূর্য, টাঙ্গাইল শহরের সাধারণ নাগরিকদের পক্ষে হেমায়েত হোসেন হিমু ও সাম্য রহমান প্রমুখ।