হরিণাকুন্ডেতে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

ঝিনাইদহ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:২৪ পিএম, শনিবার, ২৭ জানুয়ারী ২০১৮ | ৪৬৩

ঝিনাইদহের হরিণাকুন্ডেতে মনিরা খাতুন (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শনিবার ভোরে উপজেলার সোহাগপুর গ্রামে এ ঘটনা ঘটে। তোলা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী মনিরা খাতুন সোহাগপুর গ্রামের কৃষক মোজাম উদ্দিনের মেয়ে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার সকালে নিজ ঘরের আড়ায় লাশ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গলায় ওড়না পেচানো লাশ উদ্ধার করে।

হরিণাকুন্ডু থানায় দায়েরকৃত অপমৃত্যু মামলায় মনিরার মৃত্যুর কারণ হিসেবে মানসিক সমস্যার কথা উল্লেখ করা হলেও প্রেম ঘটিত কারণে বাবা-মায়ের সাথে অভিমান করে সে আত্মহত্যা করেছে বলে গ্রামবাসি জানায়।

এদিকে মনিরা খাতুনের মৃত্যুতে তার স্কুলের সহপাটী, পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।