বগুড়ায় ট্রাক চাপায় মটরসাই‌কেল অা‌রোহী নিহত

বগুড়া প্র‌তি‌নি‌ধি
প্রকাশিত: ০১:০৪ পিএম, সোমবার, ২৬ মার্চ ২০১৮ | ৪৩০
বগুড়ার দুপচা‌চিয়ায় ট্রাক চাপায় এক মটরসাই‌কেল অা‌রোহী নিহত হ‌য়ে‌ছেন।
 
সোমবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
 
‌নিহত মটর সাই‌কেল অা‌রোহীর নাম অাব্দুল কা‌দের। সে কুমিল্লা জেলার লাকসাম সদর উপজেলার মো. মনির হোসেনের ছেলে ও একটি বেসরকারি কোম্পানির মার্কেটিং অফিসার বলে জানা গেছে।
 
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রতন হোসেন জানান,বগুড়া থেকে মোটরসাইকেল যোগে শেরপুর শহরের উদ্দেশে আসছিলেন আব্দুল কাদের। পথে মির্জাপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বগুড়াগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন