দেলদুয়ারে শুরু হয়েছে

তিন দিন ব্যাপী ৮৬ তম বাৎসরিক ওসালে ছওয়াব ওয়াজ মাহফিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪২ পিএম, শনিবার, ২৭ জানুয়ারী ২০১৮ | ৬৬৯

টাঙ্গাইলের দেলদুয়ারে আজ শনিবার থেকে শুরু হয়েছে তিন দিন ব্যাপী ৮৬ তম বাৎসরিক ইসালে ছওয়াব ও ওয়াজ মাহফিল।

উপজেলার মৌলভীপাড়ার শাহী বাগ দরবার শরীফের নকসবন্দিয়া, মোজাদ্দেদিয়া, কাদেরিয়া, চিশতিয়া তরিকায় এই মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।

মাহফিলে মাওলানা মুর্শেদেনা হযরত শাহ্ ছুফী ছদরুদ্দিন আহম্মদ শহীদ (কোঃ ছোঃ) সাহেবের প্রবর্তিত এবং হযরত মালানা মুর্শেদেনা শাহ্ ছুফী আব্দুর রকিব (রহঃ) ও তার ছেলে পীরে কামেল মরহুম গোলাম মহসিন সদরুদ্দীন আহমেদ (রহঃ) তারদিক নির্দেশনা মোতাবেক এলমে মারেফাত, মোরাকাবা মোশাহেদা, তালিম তাওয়াজ্জুহ জিকের আজকার খতমে জালালি খতমে কুরআন ও হাদীসের আলোকে দেশবরেণ্য ওলামায়ে কেরামগন ওয়াজ করবেন।

আগামী মঙ্গলবার বাদ ফজর দেশ, জাতী ও মুসলিম উম্মার শান্তি কামনা করে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী এই মাহফিল শেষ হবে।