জলঢাকায় বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

নীলফামারী জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৫ এএম, বুধবার, ১৯ সেপ্টেম্বর ২০১৮ | ৪৬০

নীলফামারিতে জলঢাকা টু নীলফামারী সড়কের সৌন্দয্যবর্ধক করনের লক্ষে রাস্তার দুই ধারে ফলদ, বনজ, ও ঔষুধি গাছের বৃক্ষরোপন কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন।

১৮ই সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে জলঢাকা উপজেলা প্রশাসনের সার্বিক আয়োজনে ও খুটামারা ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় প্রায় পাঁচ কিলোমিটার রাস্তায় দশ হাজার বৃক্ষ রোপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়, খুটামারা ইউপি চেয়ারম্যার আবু সাঈদ শামীম, নীল সাগর গ্রুপের পরিচালক আবু সালেহ্ সোহেল রানা, জেলা পরিষদ সদস্য জুলফিকার আলী জুয়েল, নীলফামারী টিভি ফোরামের সভাপতি মঞ্জুরুল আলম সিয়াম, জলঢাকা উপজেলা বন কর্মকর্তা এ কে এম রেজাউল ইসলাম, বনকর্মকর্তা মালি লোকমান হোসেন প্রমুখ। এছাড়াও খুটামারা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য ও পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন কালে জেলা প্রশাসক নাজিয়া শিরিন বলেন, এ বৃক্ষরোপন সড়কের সৌন্দয্য বৃদ্ধির পাশাপাশি জনসাধারনের স্বাস্থ্যের উপকার হবে এবং কিছু লোকেরও কর্মসংস্থান হবে।