গোপালপুরে নদীতে গোসল করতে গিয়ে গৃহবধূর মৃত্যু

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৬:১৩ পিএম, রোববার, ১৫ মে ২০২২ | ৬২০
টাঙ্গাইলের গোপালপুরে ঝিনাই নদীতে গোসল করতে গিয়ে মর্জিনা বেগম (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (১৫ মে) দুপুরে আলমনগর ইউনিয়নের নবগ্রাম দক্ষিণপাড়া এ ঘটনা ঘটে।
 
নিহত গৃহবধূ ওই পাড়ার মকবুল খানের মেয়ে ও শুকুর আলীর স্ত্রী।
 
ইউপি সদস্য মোন্নাফ হোসেন মন্টু খবরটি নিশ্চিত করেন।
 
জানা যায়, বিয়ের পর থেকেই স্বামীকে নিয়ে মর্জিনা বাবার বাড়ী থাকেন। প্রচন্ড গরমে গৃহস্থালির কাজ শেষে বাড়ীর পাশে ঝিনাই নদীতে গোসল করতে যায় সে। এদিকে দীর্ঘক্ষণ তাকে না দেখে বাড়ীর লোকজন খুঁজতে খুঁজতে নদীপাড়ে যায়। এ সময় নদীর পানিতে মর্জিনার কাপড়ের অংশ ভেসে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা নদীতে নেমে অথৈই পানিতে ডুবে যাওয়া মর্জিনার মৃতদেহ উদ্ধার করে। পরিবারের দাবি মর্জিনার মৃগী রোগ ছিল। যে কারনে পানিতে পড়ে তার মৃত্যু হয়।