শহীদ বাপ্পী পরিষদের উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:২৩ পিএম, রোববার, ২৭ নভেম্বর ২০২২ | ৫২০

শহীদ আমিনুর রহমান খান বাপ্পীর ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঘাটাইলের সংগ্রামপুর ইউনিয়নে শহীদ বাপ্পী  স্মৃতি পরিষদের উদ্যোগে শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। 

রোববার (২৭ নভেম্বর) সন্ধানপুর গন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে বৃত্তি প্রদান করা হয়।

উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আতাউর রহমান খান। 

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানা। 

২০টি শিক্ষা প্রতিষ্ঠানের চতুর্থ, পঞ্চম ও অষ্টম শ্রেণীর ২৫০ জন শিক্ষার্থীরা এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।  বৃত্তি পরীক্ষায়  মেধা তালিকায় তিনজনকে ট্যালেন্টপুলে এবং ৪৭ জনকে সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হয়।

শহীদ বাপ্পী স্মৃতি সংসদের সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  অধ্যক্ষ আঃ বাছেদ আকন্দ,জেলা পরিষদের সদস্য রোকুনুজ্জামান ঠান্ডু,  হোসেন,উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ জীবুন নেছা,সাবেক ভাইস চেয়ারম্যান আরিফ প্রমুখ।