৪ উইকেট হারিয়ে চাপে টাইগার যুবরা
যুব এশিয়া কাপের ফাইনালে ভারতের ছুড়ে দেওয়া ১০৭ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
তবে শুরুটা ভালো করতে পারেনি টাইগার যুবারা। কারণ দলীয় রান ২০ না পেরুতেই চার উইকেট হারিয়ে পুরোদমে চাপে বাংলাদেশ। এ রির্পোট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৭ রান।
আজ শনিবার শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নামে ভারত। কিন্তু শুরুটা ভালো করতে পারেনি ভারতীয় টপ অর্ডাররা। মাত্র ৮ রানে ৩ উইকেট হারিয়ে বসে।
অপরদিকে দলীয় স্কোর দুই অংকের ঘরে পৌছানোর পূর্বেই ওই ৩ উইকেট নিয়ে বাংলাদেশকে দারুণ সূচনা এনে দেন সাকিব-মৃতঞ্জয়রা। সাকিব-মৃতঞ্জয়ের পর অফস্পিনার শামিমের ঘুর্ণিতে মাত্র ৬২ রানে ৭ উইকেট হারায় ভারত। এরপরও নিয়মিত বিরতিতে বাংলাদেশের বোলাররা উইকেট নিতে থাকলে ৩২.৪ ওভারে মাত্র ১০৬ রানে অল আউট হয়ে যায় ভারত।
