বাগাতিপাড়ায় ইয়াবা ব্যবসায়ী আটক

নাটোর সংবাদদাতা
প্রকাশিত: ০৫:০০ পিএম, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০১৮ | ৫৫২

নাটোরের বাগাতিপাড়া মডেল থানা পুলিশের অভিযানে তমালতলা বাজার থেকে ইয়াবা ব্যবসায়ী মেহেদী হাসান সবুজ (২১) আটক ।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই ময়নুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে তমালতলা মোড় বাজারের আলিফ বস্ত্রালয়ের সামনে থেকে মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আটক মেহেদী হাসান সবুজ উপজেলার কসবা মালঞ্চি গ্রামের মোতালেব হোসেনের ছেলে। আটকের সময় ওই ব্যবসায়ীর কাছ থেকে দশটি ইয়াবা উদ্ধার করে পুলিশ। পরে তাকে আদালতেম মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

বাগাতিপাড়া মডেল থানায় মামলা নং ১৩, তারিখ-২৪/০১/২০১৮