বাসাইল সোনালী অতীত, সুপ্রভাত, রংধনু রাইডার্স ও শুভ সকাল ক্লাবের জয়লাভ

মোজাম্মেল হক
প্রকাশিত: ০৮:১০ পিএম, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২ | ৪৩০

বাসাইল সোনালী অতীত ফুটবল দলের বিশাল জয়ের দিনে জয় পেয়েছে অন্য তিন ম্যাচে  সুপ্রভাত, রংধনু রাইডার্স, শুভ সকাল জয়লাভ করেছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ)  মির্জা তোফাজ্জল স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত  শেখ কামাল ফ্লাডলাইট মিনি ফুটবল টুর্নামেন্টে সন্ধ্যায় প্রথম ম্যাচে সুপ্রভাত ক্লাব (২-০) গোলে দেহগড়ি শরীর চর্চা ক্লাবকে পরাজিত করে। দলের পক্ষে সোহেল ও গোবিন্দ ২টি গোল করে।

দ্বিতীয় ম্যাচে রংধনু রাইডার্স (২-১) গোলে সোনালী সকাল ক্লাবকে পরাজিত করেছে। রংধনু রাইডার্সের পক্ষে ডালিম ২টি গোল করে। তৃতীয় ম্যাচে শুভ সকাল হাবিব ও রমজানের দেওয়া  (২-১) গোলে  জয়লাভ করেছে। এবং সর্বশেশ ম্যাচে বাসাইল সোনালী অতীত ক্লাব (৫-১) গোলে আরামবাগ ক্লাবকে হারিয়ে দিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠার পথে।

আগামী ১৯ মার্চ সন্ধ্যা ৬টায় টাঙ্গাইল ব্যাডমিন্টন ক্লাব বনাম নূরা পাগলা, ৭টায় ফাইভ স্টার সুপ্রভাত বনাম সোনালী অতীত ভূঞাপুর উপজেলা, রাত ৮টায় ফাস্ট ডিভিশন সিকিউরিটি সার্ভিসেস লিমিটেডের সাথে কারক ফ্রেন্ডস ক্লাব এবং রাত ৯টায় আমরা সুপ্রভাত বনাম সৈয়দ জালাল আলী সমিতি মুখোমুখি হবে।