গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রিসার প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১৮ পিএম, সোমবার, ২৪ জুলাই ২০২৩ | ৫৩৬

‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ এই স্লোগান নিয়ে টাঙ্গাইলে পেশাজীবী গাড়ি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রিসার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে জেলা বিআরটি’র উদ্যোগে শিশু একাডেমি মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বিআরটিএ টাঙ্গাইল সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি) আলতাব হোসেন।

বিআরটিএ জেলা শাখার সহকারী রাজস্ব কর্মকর্তা রেজাউল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদর ট্রাফিকের টিআই দেলোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার বিআরটিএ অফিসের অন্যন্য কর্মকর্তাবৃন্দ ও  গাড়ি চালক উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমানে হয়রানি ছাড়াই বিআরটিএ অফিস থেকেই সেবা পাওয়া যায়। যদি কেউ হয়রানি করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। গাড়ি চালকদের সঠিক নিয়ম কানুন মেনে গাড়ি চালাতে হবে। ট্রাফিক আইন মানতে হবে।