এবছর এইচএসসি পরীক্ষা হচ্ছে না

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১২:৫১ পিএম, বুধবার, ৭ অক্টোবর ২০২০ | ৬৯৩

মহামারী করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি এড়াতে এবছর এইচএসসি ও সমমানের পরীক্ষা না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এইচএসসি পরীক্ষার্থীদের জেএসসি ও এসএসসি পরীক্ষার ফল মূল্যায়ন করে এইচএসসি পরীক্ষার ফলাফল নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

আজ বুধবার (৭ অক্টোবর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান।

মন্ত্রী জানান, আগামী ডিসেম্বরের মধ্যেই এইচএসসি ও সমমানের ফলাফল ঘোষণা করা হবে। যাতে করে বিশ্ববিদ্যালয়গুলো জানুয়ারি থেকে ভর্তি কার্যক্রম শুরু করতে পারে।

সংবাদ সম্মেলনে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহাবুব হোসেন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হকসহ সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা যুক্ত ছিলেন।