বাসাইল সোনালী অতীত ও আমরা সুপ্রভাত সংঘ

কারক ফ্রেন্ডস ক্লাব, সুপ্রভাত ক্লাব কোয়ার্টার ফাইনালে

মোজাম্মেল হক
প্রকাশিত: ০৫:৫৮ পিএম, শনিবার, ১৯ মার্চ ২০২২ | ১৪০

কারক ফ্রেন্ডস ক্লাবের জয়লাভে সঙ্গী বাসাইল সোনালী অতীত  ক্লাবকে নিয়ে কোয়ার্টার ফাইনাল উঠেছে। এছাড়া আমরা সুপ্রভাতের জয়লাভে সঙ্গী সুপ্রভাত নিয়ে কোয়ার্টার ফাইনালে।

শনিবার(১৯ মার্চ) সন্ধ্যায় টাঙ্গাইল স্টেডিয়ামে মির্জা  তোফাজ্জল হোসেন মুকুল স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত শেখ কামাল ফ্লাডলাইট মিনি ফুটবল টুর্নামেন্টের ৪টি খেলা অনুষ্ঠিত হয়।

প্রথম খেলায়  টাঙ্গাইল ব্যাটমিন্টন ক্লাব আরীফের দেওয়া একমাত্র গোলে নুরা পরিবারকে হারিয়েছে। ২য় খেলায় ফাইভ স্টার সুপ্রভাত শাহিন ও মনির দেওয়া দুই গোলে সোনালী অতীত ভূঞাপুর উপজেলাকে হারিয়ে প্রথম জয় পেয়েছে।

তৃতীয় খেলায় কারক ফ্রেন্ডস ক্লাব সাইফুলের দেওয়া  একমাত্র গোলে ফাস্ট ডিভিশন সিকিউরিটি সার্ভিসেস লিমিটেডকে হারিয়ে দুই ম্যাচে টানা জয়ে পূর্ন ৬ নিয়ে  কোয়ার্টার ফাইনালে উঠেছে। সঙ্গী দ্ইু ম্যাচ জয়ী  ৬ পয়েন্ট সংগ্রহকারী বাসাইল সোনালী অতীত ক্লাব।

২০ মার্চ রোববার দু’দলের মাঝে গ্রুপ নির্ধারিত ম্যাচ অনুষ্ঠিত হবে।

সর্বশেষ ম্যাচে আমরা সূপ্রভাত মাসুদের হ্যাটট্রিক ও বাপ্পীর দেওয়া এক গোলে (৪-০) সৈয়দ জালাল আলী সমিতিকে হারিয়ে  পূর্ন ৬ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। সঙ্গী দুই ম্যাচ জয়ী ৬ পয়েন্ট সংগ্রহকারী সুপ্রভাত ক্লাব ।

২০ র্মাচ রোববার দু’দলের মাঝে বিজয়ী দল গ্রুপ চ্যাম্পিয়ন হবে। এছাড়া ২০ মার্চ শুভ সকাল বনাম টাৃঙ্গাইল ব্যাটমিন্টন এবং রংধনু রাইডার্স বনাম ফাইভ স্টার সুপ্রভাত  দল মুখোমুখি হবে।

৪টি খেলায় রেফারী ছিলেন সুলতান মাহমুদ, সহকারী রেফারী রুবাই হাসান ও আফজাল হোসেন রতন।