মুক্তির উৎসব সমাবেশে ভূঞাপুরে ৭ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা
মুক্তির উৎসবে 'স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী মেলা' উপলক্ষে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের ভূঞাপুরেও বীর মুক্তিযোদ্ধার নিয়ে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া সমাবেশ অনুষ্ঠানে ৭ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়।
শনিবার (১৯ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে সমাবেশ আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: ইশরাত জাহানের সভাপতিত্বে সমাবেশ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা: নার্গিস আক্তার।
বিশেষ অতিথি ছিলেন- ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি, সমাজসেবা কর্মকর্তা শহিদুজ্জামান মাহমুদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিনুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এম.এ আব্দুল মজিদ মিঞা প্রমুখ।
