করটিয়ায় শাহাজালাল ইসলামী ব্যাংকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ


টাঙ্গাইলের করটিয়ায় এতিম শিক্ষার্থী, অসহায় ও দরিদ্র ব্যক্তিদের শীতবস্ত্র বিতরণ করেছে শাহজালাল ইসলামী ব্যাংক। শুক্রবার সকালে করটিয়ায় ব্যাংক কার্যালয়ে শীতার্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।
বিতরন অনুষ্ঠানে করটিয়া শাখা ব্যাংক ব্যবস্থাপক মিজানুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন করটিয়া ইউনিয়নের চেয়ারম্যান খালেকুজ্জামান চৌধুরী মজনু, ডুবাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল মান্নান, করটিয়া সা’দত বাজার বণিক সমিতির সভাপতি মো. কামরুজ্জামান রিপন, সাধারন সম্পাদক সায়মন হাসান তালুকদার রাজিব, আমিন হোসেন তালুকদার সহ ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
বস্ত্র বিতরন শেষে ব্যাংক ব্যবস্থাপক বলেন, করটিয়ায় এই ব্যাংকের শাখা হওয়ার পর থেকেই প্রতিবছর এই এলাকার অসহায় ও দুস্তব্যক্তিদের শীতবস্ত্র বিতরণ করে আসছি। এবছর শুধু অসহায়ই নয়, তার পাশাপাশি আশেপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এতিম শিক্ষার্থীদের শীতবস্ত্র দিয়েছি। আমরা এই ধারাবাহিকতা ধরে রাখতে চেষ্টা করবো।