ভাসানী বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বৃদ্ধি


টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ভর্তির আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে।
শুক্রবার(৩১ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক (জনসংযোগ) মো. সামছুল আলম প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ৪ (চার) বছর মেয়াদি স্নাতক (ইঞ্জি./সম্মান), বিবিএ ও ৫(পাঁচ) বছর মেয়াদি বিফার্ম প্রফেশনাল প্রোগ্রামে জিএসটি(এঝঞ) গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার ফলাফলপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে ১ম বর্ষ ১ম সেমিস্টারে ভর্তির আবেদনের সময়সীমা ৩১ ডিসেম্বর ২০২১ তারিখ রাত ১১:৫৯ থেকে ৩ জানুয়ারি ২০২২ তারিখ রাত ১১:৫৯ পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
যোগ্য প্রার্থীদের মেধা তালিকা ২০২২ সালের ১০ জানুয়ারি প্রকাশ করা হবে।