ইউপি নির্বাচন উপলক্ষ্যে 

নাগরপুরে আচরণবিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৯ এএম, বুধবার, ২৪ নভেম্বর ২০২১ | ৬৮৬

টাঙ্গাইলের নাগরপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে আচরণবিধি প্রতিপালন সভা করেছেন উপজেলা প্রশাসন। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ মিলয়াতনে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রসাশক ড. মো. আতাউল গনি।

উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহানের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কাউছার, টাঙ্গাইল র‌্যাব ১২ কোম্পানি কামান্ডার আব্দুল্লাহ আল মামুন, জেলা সিনিয়র নির্বাচনী অফিসার এ এইচ এম কামরুল হাসান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ইকবাল কবির, সহকারি পুলিশ সুপার মির্জাপুর সার্কেল এস এম মনসুর মুসা, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা যুগ্ন পরিচালক এনএসআই টাঙ্গাইল প্রধান  মো. মাহবুব রহমান ও নাগরপুর অফিসার ইনচার্জ সরকার আব্দুল্লাহ আল-মামুন ।

স্বাগত বক্তব্য রাখেন নাগরপুর নির্বাচনী অফিসার মো. আরশেদ আলী। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারি শিক্ষা অফিসার জিএম ফুয়াদ। 

আসন্ন ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হবে বলে উপস্থিত সকল প্রার্থীদের আশ^স্ত করেন জেলা প্রসাশক মো. আতাউল গনি। এসময় নাগরপুর উপজেলার ১১টি ইউনিয়নের চেয়ারম্যান সহ সকল সদস্য প্রার্থীগণ উপস্থিত ছিলেন।