মেয়র আইভী অসুস্থ, আনা হয়েছে ল্যাবএইড হাসপাতালে


নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন।
তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে নগরভবন কার্যালয়ে আইভী অসুস্থ হয়ে পড়েন বলে জানিয়েছেন নগরভবনের এক কর্মকর্তা।
ওই কর্মকর্তা জানান, আজ দুপুর ৩টার দিকে নগরভবন কার্যালয়ে যান আইভী। সেখানে যাওয়ার পর থেকেই অসুস্থ বোধ করছিলেন তিনি। এক পর্যায়ে বমি করেন আইভী। তার রক্তচাপ অনেক কমে গেছে বলে জানান চিকিৎসক।
তাকে তাৎক্ষণিকভাবে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরীক্ষা-নিরীক্ষা শেষে মেয়রকে ঢাকায় চিকিৎসা নেয়ার পরামর্শ দেন চিকিৎসক।
বিষয়টি নিশ্চিত করেছেন মেয়র আইভীর ছোট ভাই আলী আহম্মদ রেজা উজ্জল।
জানা যায়, অসুস্থ্ অবস্থায় নড়াচড়া ও কথাবার্তা বলতে পারছিলেন না আইভী। পরে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল থেকে আরও চিকিৎসক নগরভবন কার্যালয়ে যান। তারা আইভীকে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। বিকেল সোয়া ৪টার দিকে আইভীকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়।