কালিহাতীতে সওদাগরদের ভ’মি দখলের অভিযোগ

শুভ্র মজুমদার,কালিহাতী প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৫৫ পিএম, বুধবার, ১৭ জানুয়ারী ২০১৮ | ৬৪৪

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা সদরের উত্তর বেতডোবা ফাতেমা হালিম উচ্চ বিদ্যালয়ের কর্তৃপক্ষ কর্তৃক সওদাগরদের ভ’মি অবৈধভাবে দখল করে ঘর উত্তোলনের অভিযোগ এনে উপজেলা সহকারী কমিশনার(ভ’মি) বরাবর একটি লিখিত আবেদন দিয়েছেন আক্তার সওদাগর।

অভিযোগের ভিত্তিতে জানাযায়, উপজেলার বেতডোবা মৌজার এস,এ ৩৮৬ এবং ৩২৪ নং দাগে ফাতেমা হালিম উচ্চ বিদ্যালয় কর্তৃক অবৈধভাবে ঘর উত্তোলন করেছে। ২৮৬ নং দাগে ০.০৫ এবং ৩২৪ নং দাগে ০.১৮ একর ভ’মি সরকারের নিকট থেকে বন্দোবস্ত নিয়েছে সওদাগর বসতিরা।

উল্লেখিত ভ’মিতে বিভিন্ন প্রকার মোকদ্দমা চলমান আছে এবং উপরোক্ত ভ’মি চলমান জরিপে সওদাগরদের নামে রেকর্ডভ’ক্ত হওয়া সত্যেও উত্তর বেতডোবা ফাতেমা হালিম উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ জোরপূর্বক দখল করার অপচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগের ভিত্তিতে জানা গেছে।

এ বিষয়ে বিদ্যালয় কর্তৃক অবৈধ ঘর অপসারণ পূর্বক সওদাগরদের নিজস্ব ভ’মি বুঝিয়ে দেওয়ার জন্য উত্তর বেতডোবা সওদাগর বাসিন্দাদের পক্ষে আক্তার সওদাগর উপজেলা সহকারী কমিশনার(ভ’মি) বরাবর একটি লিখিত আবেদন দিয়েছেন।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক কয়েকজন সওদাগর জানান,আমরা এসিল্যান্ড ম্যাডাম বরাবর একটি লিখিত আবেদন দেওয়ায় আমাদের উচ্ছেদ করার জন্য স্কুল কর্তৃপক্ষসহ তাদের বিভিন্ন লোকজন দিয়ে বিভিন্নভাবে হুমকী দিয়ে আসছে।

এ বিষয়ে ফাতেমা হালিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদের নিকট যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার(ভ’মি) নাফিসা আক্তার বলেন,আবেদন পেয়েছি দুই পক্ষের কাগজপত্র দেখতে হবে এখনই কিছু বলা যাচ্ছে না।