জাতীয় উৎপাদনশীলতা দিবসে আলোচনা সভা

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ১১:০০ এএম, শনিবার, ২ অক্টোবর ২০২১ | ১১৩৬

অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় উৎপাদনশীলতা” স্লোগানে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২১ উপলক্ষে টাঙ্গাইলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভাটি হয়। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফউজ্জামান স্মৃতি, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মারিয়াম খতুন, বিসিক টাঙ্গাইলের সহকারী মহাব্যবস্থাপক শাহনাজ বেগম প্রমুখ।

এসময় সরকারী কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিকরা উপস্থিত ছিলেন। সভায় অতিথিরা দিবসে বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।