ঝিনাইদহে প্রবাসির হাতে স্বামী পরিত্যক্তা
মহিলা জখম \ কন্যার শোকে বাবা স্টক


ঝিনাইদহে প্রবাসির হাতে স্বামী পরিত্যক্তা রিক্তা খাতুন(৩৫) নামের এক মহিলা জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। জখমী রিক্তা খাতুন হাসপাতালে ভর্তির কথা শুনে কন্যার শোকে বাবা আতিয়ার রহমান (৫৯) স্টক করে তিনিও হাসপাতালে ভর্তি হয়েছেন।
এঘটনায় জিনারুল, কাদের, খালেক, ইসমাইল ও কামরুল নামের ৫জনকে আসামী করে ঝিনাইদহ সদর থানায় মামলা হয়েছে। পুলিশ এঘটনার সাথে জড়িত প্রবাস ফেরত জিনারুল ও খালেক নামের ২জনকে আটক করেছে।
থানায় দায়েরকৃত অভিযোগ ও জখমীর পিতা আতিয়ার রহমান সূত্রে জানা গেছে, গত রবিবার দুপুরে ঝিনাইদহ শিকারপুর দক্ষিনপাড়ায় আমার কন্যা রিক্তার সাথে প্রতিবেশীদের সাথে বাড়িতে আসা যাওয়ার রাস্তা নিয়ে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়ে একপর্যায়ে গোলযোগের সৃষ্টি হয়।
এসময় দক্ষিনপাড়ার জিনারুল, কাদের, খালেক, ইসমাইল ও কামরুল নামের ৫জন তাদের বাড়িতে থাকা দেশীয় তৈরী মারাত্নক
অস্ত্র-শস্ত্রসহ বে-আইনী ভাবে আমার অনুপস্তুতিতে বাড়িতে প্রবেশ করে আমার কন্যা স্বামী পরিত্যক্তা রিক্তা খাতুনকে বাম হাত, মাজা, বুক, পিঠ সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ীভাবে পিটিয়ে পোলা, ফাটা ও ছিলা জখম করে চলে যায়।
আহত রিক্তা খাতুনকে প্রতিবেশীরা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেছে। জখমী রিক্তা খাতুন হাসপাতালে ভর্তির কথা শুনে কন্যার শোকে বাবা আতিয়ার রহমান (৫৯) সোমবার সকালে স্টক করে তিনিও হাসপাতালে ভর্তি হয়েছেন।