কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় পোশাক শ্রমিক নিহত 

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
প্রকাশিত: ১২:৩৪ পিএম, শনিবার, ২ অক্টোবর ২০২১ | ৪৯৫
গাজীপুরের কালিয়াকৈরে কালামপুর এলাকায় ট্রেনের ধাক্কায় পোশাক শ্রমিক নিহত হয়েছে।  উপজেলার কালামপুর খাজারডেক নামকস্থানে শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত ব্যক্তি হলো, উপজেলার কালামপুর গাইনবাড়ী এলাকার আব্দুল সামাদ ড্রাইভারের ছেলে রাসেল মিয়া( ৩০)। সে স্থানীয় পোশাক কারখানায় চাকুরী করতেন । 
 
এলাকাবাসী সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার খাজারডেক এলাকায় রাত ৮ টার দিকে মোবাইল ফোনে কথা বলতে বলতে রেইললাইন দিয়ে হাটাহাটি করতে ছিল। এ সময় ঢাকা- থেকে ছেড়ে আসা উত্তর বঙ্গের উদ্দেশ্যে রেলটি কালামপুর খাজার ডেক নামকস্থানে পৌছালে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মর্মান্তিক মৃত্যু হয়।
 
পরে নিহতের স্বজনেরা লাশটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যায় । শনিবারে দুপুরে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন । 
 
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।