টাঙ্গাইলে দেশীয় চোলাই মদসহ আটক ২ 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:০০ এএম, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১ | ৪৮৮

টাঙ্গাইলের পৌর শহরে ১০০ লিটার দেশীয় চোলাই মদসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে পৌর শহরের কান্দাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন পৌর শহরের কলেজ পাড়া (মুচিপট্টি) এলাকার মৃত শিবু রবি দাসের ছেলে লিটন রবি দাস (৩০), একই এলাকার মৃত দুলাল রবি দাসের স্ত্রী বীনা রবি দাস (৪২)। এসময় ১০০ লিটার দেশীয় চোলাই মদসহ তাদের হাতেনাতে আটক করা হয়। 

র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য দেশীয় চোলাই মদ অবৈধভাবে সংগ্রহ পূর্বক বিভিন্ন এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে সদর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।