যমুনা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ১১:৩৬ এএম, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১ | ৪৪৪

টাঙ্গাইল সদর উপজেলার যমুনা নদীতে অনুষ্ঠিত হয়ে গেলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ। এই আয়োজনকে কেন্দ্র করে পুরো এলাকাজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। নানা নামের আর নানা রঙের নৌকা অংশ নেয় প্রতিযোগিতায়।

রোববার (১৯ সেপ্টেম্বর) দিনব্যাপী হুগড়া ইউনিয়নের মালতীপাড়া, গয়রাগাছা, গন্ধবপুর, কাজী বাজার এলাকার যমুনা নদীতে করা হয় এ আয়োজন। সর্বস্তরের জনগণের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিযোগিতায় প্রথম আলো, সোনার বাংলা, সোনারতরী, যমুনার তরীসহ বিভিন্ন রং বেরঙের ৪৫টি নৌকা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় প্রথম হয় ভূঞাপুরের সোনারতরী নামের নৌকাটি।

 

গয়রাগাছা গ্রামের কবির মিয়া বলেন, ‘ঈদসহ বিভিন্ন উৎসবে যেমন বাড়িতে বাড়িতে আত্মীয় স্বজন আসে। নৌকা বাইচকে কেন্দ্র করে ঠিক ওই পরিমাণ আত্মীয় স্বজন এসেছে। সবাই নৌকা বাইচের অপেক্ষায় থাকে। এ নৌকা বাইচে আমরা অনেক আনন্দ উপভোগ করলাম।’

সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হুগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন খান তোফার সভাপতিত্বে আয়োজনে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিকুর ইসলাম খান, কৃষি বিষয়ক সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মিঞ্জু, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিরুল ইসলাম খান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা নবীন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আক্তার, ছিলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাদেক আলীসহ আরও অনেকে।

সংসদ সদস্য ছানোয়ার হোসেন বলেন, ‘নদীমাতৃক বাংলাদেশে বন্যাকে মোকাবেলা করেই আমাদের চলতে হয়। প্রাচীনকাল থেকেই বর্ষাকালে বিভিন্ন এলাকায় নৌকা বাইচের আয়োজন করা হয়। করোনা পরবর্তী সময়ে কয়েকটি গ্রামের মানুষ একটু বিনোদনের জন্য নৌকা বাইচের আয়োজন করেছে। সুন্দর একটি পরিবেশে নৌকা বাইচ দেখে অনেক ভাল লাগলো। টাঙ্গাইলের বাইরেও আশেপাশের আরও পাঁচ/ছয়টি জেলা থেকে নৌকা বাইচে অংশ নিতে এবং দেখতে অনেক মানুষ এসেছে। ভবিষ্যতে আরো বৃহৎ পরিসরে যমুনা নদীতে নৌকা বাইচের আয়োজন করা হবে।’