নাগরপুরে নাতিকে বাঁচাতে গিয়ে প্রাণ  গেল দাদীর

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৭:০৩ পিএম, রোববার, ২৯ আগস্ট ২০২১ | ৩১১২
টাঙ্গাইলের নাগরপুরে নাতিকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দাদীর। ঘটনাটি ঘটেছে রোববার বিকেলে উপজেলার পাইশানা গ্রামে। নিহতের নাম অজিফা বেগম (৪৫)। তিনি ওই গ্রামের মৃত মাহে আলমের স্ত্রী। 
 
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার বিকেল ৫টার দিকে দাদী অজিফা বেগম ছয় বছরের নাতি আরিয়ানকে নিয়ে বাড়ীর পাশে গোসল করতে যায়। দাদীর গোসলের ফাঁকে নাতি আরিয়ান পানিতে ডুবে যায়। নাতিকে বাঁচাতে গিয়ে গভীর পানিতে ঝাঁপ দেয় দাদী। এসময় আশপাশের লোকজন নাতিকে জীবিত উদ্ধার করে। পরে দাদীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে আসে। সেখানে দায়ীত্বরত চিকিৎসক ডা: কাবেরি রানী দাস তাকে মৃত ঘোষনা করেন।