টাঙ্গাইলে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার


টাঙ্গাইলের সদর উপজেলায় সাত বছরের এক প্রতিবন্ধী মেয়েকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে শফিকুল ইসলাম (১৯) নামের এক যুবকের বিরুদ্ধে।
বুধবার (২৫ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩ টায় দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আলোকদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শফিকুল ইসলাম উপজেলার আলোকদিয়া এলাকার আলতাফ প্রামাণিকের ছেলে।
র্যাব-১২, সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন (জি), বিএন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, টাঙ্গাইল সদর উপজেলার আলোকদিয়া এলাকায় সাত বছরের একজন প্রতিবন্ধী মেয়েকে চকলেটের প্রলোভন দেখিয়ে ও লেবু বাগানে নিয়ে ধর্ষণের অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চালিয়ে ধর্ষণে অভিযুক্ত শফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।