টাঙ্গাইলে বঙ্গমাতার জন্মবার্ষিকী পালিত


টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন নেসা মুজিবের জন্মবার্ষিকী পালিত হয়েছে।
রোববার (৮ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সভা কক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন।
জেলা প্রশাসক আতাউল গনির সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সুব্রত কুমার সিকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মো: সাহাবুদ্দিন খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনসারী, পৌরসভার মেয়র এস.এম সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতিসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। পরে জন্মদিনের কেক কাটা হয়।