মির্জাপুরে চায়ের দোকানের ছুরি এনে খুন করা হল পরিচ্ছন্ন কর্মীকে

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:১৫ পিএম, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১ | ৮৩৩

টাঙ্গাইলের মির্জাপুরে এক মাদকাসক্ত যুবক চায়ের দোকান থেকে ছুরি এনে প্রকাশ্য দিবালোকে খুন করল মির্জাপুর পৌরসভার পরিচ্ছন্ন কর্মী আলিমুলকে (৩২)।

মঙ্গলবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার বাইমহাটী এলাকার যমুনা জেনারেল হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে।

নিহত আলিমুল মোল্লা (৩২) বাইমহাটী গ্রামের সেলিম মোল্লার ছেলে।

অভিযুক্ত মাদকাসক্ত যুবক সাব্বির একই এলাকার আমানউল্লাহর ছেলে। তিনি যমুনা জেনারেল হাসপাতালের নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, যমুনা জেনারেল হাসপাতালের সামনের অজ্ঞাত এক দম্পতির ঝগড়া মিমাংসা করতে এগিয়ে যায় আলিমুল। এক পর্যায়ে সাব্বিরও সেখানে যায়। এরপর সাব্বির ও আলিমুলের সাথে বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডার একপর্যায় সাব্বির পাশের একটি চায়ের দোকান থেকে ছুরি এনে আলিমুলকে পেটে আঘাত করে চলে যায়।

স্থানীয়রা আলিমুলকে যমুনা হাসপাতালে নিয়ে গেলে তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে কিছুক্ষণ চিকিৎসার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা রেফার্ড করা হয়। ঢাকা নেওয়ার সময় পথিমধ্যে বেলা সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

খবর পেয়ে মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং কুমুদিনী হাসপাতালে আলিমুলকে দেখতে যান। পরিচ্ছন্ন কর্মী আলিমুল খুনের ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রযোজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানান মেয়র।

মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন বলেন, নিহতের লাশ ময়ণাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত সাব্বিরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানান।