টাঙ্গাইলে ১১ কেভি বিদ্যুতের লাইনে আটকে নির্মাণ শ্রমিকের মৃত্যু

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০৫:১৬ পিএম, বুধবার, ৪ আগস্ট ২০২১ | ৪১৩

টাঙ্গাইলে ১১ কেভি বিদ্যুতের লাইনে হাত আটকে আব্দুল কাদের (৩৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (৪ আগস্ট) বিকেলে গোপালপুর উপজেলার নগদা শিমলা বাজারে বহুতল ভবনের ছাদে কাজ করার সময় এ দূর্ঘটনা ঘটে। সে মাইজবাড়ী গ্রামের মৃত. আনোয়ার হোসেনের ছেলে ।

স্থানীয়রা জানায়, নিহত কাদের শিমলাবাজারে হযরত আলীর ছেলে নজরুল ইসলামের নির্মাণাধীন বহুতল ভবনের কাজ করার সময় ভবন সংলগ্ন বিদ্যুতের ১১ কেভি লাইনে তারে হাত আটকে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহরীন তাকে মৃত ঘোষণা করেন। 

সত্যতা নিশ্চিত করেছেন গোপালপুর থানার (ওসি) মোশাররফ হোসেন।