বগুড়ায় টেম্পুর ধাক্কায় সাই‌কেল অা‌রোহী নিহত

খা‌লিদ হাসান,বগুড়া প্র‌তি‌নি‌ধি
প্রকাশিত: ০৯:২৮ এএম, শনিবার, ৭ এপ্রিল ২০১৮ | ৭৪৪
বগুড়ার শাজাহানপুরে টেম্পুর ধাক্কায় এক সাই‌কেল অা‌রোহী নিহত হ‌য়ে‌ছে।‌নিহত ব্য‌ক্তির নাম আলমগীর হোসেন আলম (৫২) সে উপজেলার শাহনগর ব্যাপারীপাড়ার মকবুল হোসেনের পুত্র।
 
শুক্রবার(৬ এ‌প্রিল )সকালে উপজেলার মাঝিড়া বাইপাস এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
 
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় অটোটেম্পো চালক মাসুদ রানাকে আটক করেছে পুলিশ। আটক অটো চালক সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সোনামুখি গ্রামের মৃত জালাল উদ্দিনের পুত্র।
 
শাজাহানপুর থানার এসআই মাসুদ রানা জানান, শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে সিএনজি চালিত অটোটেম্পো চালক গ্যাস নিয়ে ফেরার পথে মাঝিড়া বাইপাস এলাকায় বাইসাইকেল আরোহীকে ধাক্কা দেয়। এতে আলম গুরুতর আহত হয়।
 
পরে স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। এ সময় অটোটেম্পো চালক মাসুদ রানা রাস্তায় লাশ ফেলে রেখে পালানোর চেষ্টা করে। স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশকে খবর দেয়।