টাঙ্গাইলে প্রায় ৩ লাখ টাকা হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ১১:১২ এএম, মঙ্গলবার, ৩ আগস্ট ২০২১ | ১০৪৬

টাঙ্গাইলে প্রায় তিন লাখ টাকা মূল্যের ২৯ গ্রাম হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (৩ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঘাটাইল উপজেলার চান্দশী (পশ্চিমপাড়া) গ্রামে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার চান্দশী গ্রামের ফজর আলীর ছেলে নজরুল ইসলাম (৩০), আজহার আলীর ছেলে হারুন (৩৮), উপজেলার পুরুলি মাইজবাড়ী গ্রামের আব্দুল মান্নানের ছেলে সজিব (২২), টাঙ্গাইল সদর উপজেলার বেড়াবুচনা (সবুজবাগ) গ্রামের নেওয়াজ আলীর ছেলে ফরিদ হোসেন (৪০)।

এসময় তাদের কাছ থেকে ২৯ গ্রাম হেরোইন (যার মূল্য আনুমানিক ২ লাখ ৯০ হাজার টাকা) এবং নগদ ৭০ হাজার টাকাসহ হাতেনাতে গ্রেফতার করে। 

এ বিষয়ে র‌্যাব-১২, সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ মুশফিকুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য হেরোইন অবৈধভাবে সংগ্রহ পূর্বক ঘাটাইল থানাসহ অন্যান্য থানা এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে আসছেন। বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী মাদক দ্রব্য হেরোইন সরবরাহ করে। তাদের বিরুদ্ধে ঘাটাইল থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।