ব্যাডমিন্টন ফাইনালে দিঘুলীয়া স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৪৫ পিএম, শনিবার, ১৩ জানুয়ারী ২০১৮ | ৭৯৮

হাজী আবুল হোসেন ব্যাডমিন্টন টুনামের্ন্টে ফাইনালে দিঘুলীয়া স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ান হয়েছে।

আজ শনিবার রাতে মীরের বেতকা জৈলফই ব্যাডমিন্টন মাঠে এ ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন।

উক্ত ফাইনাল খেলায় অংশ গ্রহন করেন দিঘুলীয়া স্পোটিং ক্লাব বনাম শহীদ জালাল পল্লী উন্নয়ন সমিতি।

দিঘুলীয়া স্পোটিং ক্লাব শহীদ জালাল পল্লী উন্নয়ন সমিতিকে ২-০ সেটে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ান হয়।

দিঘুলীয়া স্পোটিং ক্লাব এর খেলোয়াড় বৃন্দরা হলেন সাকিল ও ইলিয়াস এবং শহীদ জালাল পল্লী উন্নয়ন সমিতি খেলোয়াড় বৃন্দরা হলেন বাপ্পী ও হুজুর সাকিল।