ঘাটাইলে মহান বিজয় দিবস ও স্বাধীনতার পালিত

ঘাটাইল(টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৩২ পিএম, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১ | ৩৬৮

টাঙ্গাইলের ঘাটাইলে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। ১৬ই ডিসেম্বর (বৃহস্পতিবার) সকালে ৫০বার তোপধ্বনির মাধ্যমে ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয় পরে উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি জিবিজি কলেজ মাঠে এক কুচকাওয়াজের আয়োজন করা হয়।

কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আতাউর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, ভাইস চেয়ারম্যান কাজী আরজু, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা সুলতানা শিল্পী, ঘাটাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাহারুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) মোছাঃ ফারজানা ইয়াসমিন,  নবনির্বাচিত পৌরমেয়র আঃ রশিদ মিয়া, সাবেক মেয়র শহিদুজ্জামান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহাগ হোসেন।