টাঙ্গাইলে ২২ জনকে জরিমানা


সারাদেশে কঠোর লকডাউনের অংশ হিসেবে টাঙ্গাইলে কঠোরভাবে লকডাউন পালন করা হচ্ছে। জেলার সর্বত্র মার্কেট, শপিংমল, দোকানপাট বন্ধ রাখার জন্য তৎপর রয়েছে প্রশাসন। বিভিন্ন সড়কে পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী টহল দিচ্ছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে লকডাউন বাস্তবায়নের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে স্পেশাল টিম ভ্রাম্যমান আদালত পরিচালিত করেছে। কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে জেলা প্রশাসনের পক্ষ থেকে টাঙ্গাইল সদরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ খায়রুল ইসলামের নেতৃত্বে স্পেশাল ভূঞাপুর, গোপালপুর ও মধুপুর উপজেলায় অভিযান পরিচালনা হয় । এ সময় বিধিনিষেধ অমান্য করায় ২২ জনকে ৫৭০০ টাকা জরিমানা করেন ।
অভিযানে আরোও উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহি অফিসার ইসরাত জাহান, গোপালপুর উপজেলা নির্বাহি অফিসার পারভেজ মল্লিক, মধুপুর উপজেলা নির্বাহি অফিসার শামীমা ইয়াসমিন ও পুলিশ, বিজিবি এবং আইন-শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যবৃন্দ