আজ বিসর্জন হচ্ছেনা দানবীর রণদা প্রসাদ সাহার পূজাম-পের প্রতীমা

মির্জাপুর সংবাদদাতা
প্রকাশিত: ০৭:১৬ পিএম, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৭ | ৫০৫

টাঙ্গাইলের মির্জাপুরে বিজয়া দশমীতে দানবীর রণদা প্রসাদ সাহার পূজা মন্ডপের প্রতিমা বিসর্জন হচ্ছেনা। প্রতিকুল আবহাওয়ার জন্য প্রতিমা বিসর্জন দেয়া হচ্ছেনা বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র মতে, আজ শনিবার ছিল বিজয়া দশমী। হিন্দু ধর্মালম্বীদের শারদীয়া দুর্গাপূজা শেষে প্রতিমা বিসর্জনের দিন। কিন্তু বিকেল সাড়ে তিনটা থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়।

টানা প্রায় এক ঘন্টা মুষলধারে বৃষ্টি হওয়ার পর গুড়ি গুড়ি বৃষ্টি অব্যাহত থাকে। একারণে কুমুদিনী কর্তৃপক্ষ প্রতিমা বিসর্জন থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেন। কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. দুলাল চন্দ্র পোদ্দার জানান, প্রতিকুল আবহাওয়ার কারণে আগামীকাল রোববার সকাল সাতটায় আনুষ্ঠানিকতা শেষে প্রতিমা বিসর্জন দেয়া হবে।